পূর্ণ নাম: আল আরাবিয়া ছোবহানিয়া হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিম খানা, বিশ্বনাথ, সিলেট।
অবস্থান: বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের
অবকাঠামো: জামিয়ার প্রাতিষ্ঠানিক ভবন পৃথক দুটি বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত। কুশিয়ারার দক্ষিণতীর ঘেষে প্রায় এক একর জমি নিয়ে দাঁড়িয়ে আছে একাডেমিক ভবন। শিক্ষা বিভাগীয় সকল কার্যক্রম এখানেই পরিচালিত হয়। আধ-মাইল দক্ষিণে আড়াই একর জমি নিয়ে প্রতিষ্ঠিত জামিয়ার বিশাল ছাত্রাবাস। আবাসিক ছাত্ররা এখানে অবস্থান করে।
মাদরাসার জায়গাদাতা: পুরাতন ভবনের জায়গাদাতা হলেন ———————————–। নতুন ভবনের জায়গাদাতা হলেন- যথাক্রমে:-
বিভাগীয় প্রধানগণ
মুহতামিম:
নাজিম:
শায়খুল হাদীস:
প্রধান মুফতি ও ইফতা বিভাগীয় প্রধান:
নাজিমে দারুল ইকামা:
শিক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম এই বিভাগের অধীনে পরিচালিত হয়। ছাত্র ভর্তি থেকে শুরু করে নেসাব প্রণয়ন, রুটিন তৈরি, ছাত্রহাজিরা, পরীক্ষার ইন্তেজাম, ফলাফল প্রকাশ- এসবই শিক্ষা বিভাগ থেকে করা হয়। বিভাগীয় প্রধানকে নাযিমে তালীমাত বা শিক্ষাসচিব বলা হয়। নিয়মিত বিভাগসমূহের পাশপাশি রয়েছে কয়েকটি সহযোগী বিভাগ। জামিয়ার চিন্তা-চেতনার সফল বাস্তবায়ন এবং নিয়মিত বিভাগসমূহকে সহযোগিতা করাই হচ্ছে এসব বিভাগের কাজ। নিম্নে এগুলোর ফিরিস্তি তুলে ধরা হলো।
বোর্ডিং বিভাগ
কুতুবখানা বিভাগ
ফতোয়া বিভাগ
প্রকাশনা বিভাগ
কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ
তাদরীবুল আরাবী
সাহিত্য প্রশিক্ষণ বিভাগ
আল-মুহাযারাতুল ইলমিয়্যাহ
বক্তৃতা প্রশিক্ষণ বিভাগ
(১)যোগ্য, মুহাক্কিক, মুদাক্কিক, যুগসচেতন অসংখ্য আলেম সৃষ্টি।
(২) ছয়দশক ধরে ইসলামী তাহযীব-তামাদ্দুন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা। সমাজের সর্বস্থরে একদল দক্ষ সমাজসংস্কারকের অনুপ্রবেশ ঘটানো।
(৩) শতশত শক্তিমান লেখক তৈরী।
(৪) বলিষ্টকন্ঠের অনলবর্ষী বক্তা তৈরী।
(৫) দারুল উলূম দেওবন্দের চিন্তা-চেতনার সফল চাষ। একদল জানবাজ কর্মীবাহিনী সৃষ্টি।
(৬) একসাথে তালীম, তাযকিয়া, তাবলীগ এবং তানফীযে দ্বীনের প্রচেষ্টা।
(৭) বরাবরই প্রকাশ্য-অপ্রকাশ্য সকল বাতিলের সময়োপযোগী প্রতিরোধ।
© 2024. Al-Arabia Subhania Hafizia Madrasah & Yateem Khana | All Rights Reserved.